Street Drama Festival 2019

On December 25, 2019, a day long street drama festival held at Beanibazar Government College. The festival was organized by Unified Drama Association Benaibazar, and was sponsored jointly by MasterPeace Bangladesh, Asha Enterprise and Benaibazar Municipality.

There was an inauguration and discussion meeting in the first phase of the two episodes and in the second phase there was a drama of the three groups. At this drama festival, the theater group of ‘Gaurinath Government Primary School’ of Beanibazar ‘Sristi Theater’, a theater group of the Khasa Government Primary School, ‘Shishunat’, a theater, Vivekananda, Showkhin Nattaloy, and cultural command of Beanibazar performed drama. “নাটকে বাজুক, বিজয়ের গান” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৫ ডিসেম্বর ২০১৯ খ্রীঃ) সকাল ১১ টায় বিয়ানীবাজার সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে সম্মিলিত নাট্য পরিষদ বিয়ানীবাজার এর উদ্যোগে ও বিয়ানীবাজার পৌরসভা,আশা এন্টারপ্রাইজ এবং মাস্টারপিস বাংলাদেশের সহযোগিতায় দিনব্যাপী পথনাটক উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বের অনুষ্ঠানে ১ম পর্বে ছিলো উদ্বোধন ও আলোচনা সভা আর ২য় পর্বে ছিলো ৫ টি দলের নাটক পরিবেশনা। এ পথ নাটক উৎসবে বিয়ানীবাজারের গৌরীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাট্যদল ‘সৃষ্টি নাট্যঘর’,খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাট্যদল ‘শিশুনাট’, থিয়েটার বিবেকানন্দ, শৌখিন নাট্যালয় ও বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড নাটক মঞ্চস্থ করে।